রাজ্যের মন্ত্রী বলছেন, "কিছু কিছু লম্বা নেতা রাস্তায় নেমে পড়েছেন। নারকেল গাছের মতো, সুপুরি গাছের মতো দুলছেন। আর ঘরে বসে ঠিক করছেন কে প্রার্থী হবে। প্রার্থী তালিকা তারা ঠিক করছেন। চারজনের ছবি দিয়েছেন। আমরা ভিম-অর্জুন-নকুল সহদেব। যুধিষ্ঠীর নেই। যুধিষ্ঠীর হওয়ার মতো মানসিকতা কারও নেই।"


 'যুধিষ্ঠির সবাই হতে পারেন না', ভরা সভায় কাকে খোঁচা উদয়নের?
উদয়ন গুহ


আবারও কি কোচবিহারে তৃণমূলের অন্দরে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে গোষ্ঠীকোন্দল? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ নাম না করে কটাক্ষ করলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কারও নাম না তুলেই উদয়নের দাবি, টিকিট না পেয়ে যাঁরা বিজেপিকে ভোট দেয় তারা তৃণমূল কি না ভেবে দেখতে হবে।


কী বলেছেন উদয়ন?

রাজ্যের মন্ত্রী বলছেন, “কিছু কিছু লম্বা নেতা রাস্তায় নেমে পড়েছেন। নারকেল গাছের মতো, সুপুরি গাছের মতো দুলছেন। আর ঘরে বসে ঠিক করছেন কে প্রার্থী হবে। প্রার্থী তালিকা তারা ঠিক করছেন। চারজনের ছবি দিয়েছেন। আমরা ভিম-অর্জুন-নকুল সহদেব। যুধিষ্ঠীর নেই। যুধিষ্ঠীর হওয়ার মতো মানসিকতা কারও নেই।”

হঠাৎ কেন চটলেন উদয়ন?

বস্তুত, দলের বিভিন্ন অনুষ্ঠানে সদ্য যোগ দিতে দেখা গিয়েছে প্রাক্তন সংসদ পার্থ প্রতিম রায় ও রবীন্দ্রনাথ ঘোষ। সম্প্রতি উভয় একসঙ্গে হয়েছেন। কিন্তু এক সময় জেলায় তাঁদের দ্বন্দ্ব সর্বজনবিদিত। এরপর থেকেই উস্কানিমূলক বক্তব্য এসেছে । আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে দলের ‘অফিসিয়াল’ লবি। কোনও রাখ ঢাক না করেই প্রকাশ্যে নাম না করে বিঁধেছেন উদয়ন গুহ থেকে শুরু করে অন্যান্যরা। টিকিট না পেয়ে যারা দলকে হারাতে ময়দানে নামে তারা প্রকৃত তৃণমূল নয় বলেও দলীয় সভা থেকে হুংকার দিয়েছেন উদয়ন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours