গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজে ব্যর্থ। টেস্ট ক্রিকেটেও সেই হতাশার ফর্ম জারি ছিল। কিছুদিন আগেই শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতে এতটাই ছন্দহীন ছিলেন যে সিরিজের শেষ ম্যাচে একাদশেই ছিলেন না রোহিত।
এখনই অবসর নয়! রাহানেদের সঙ্গে রঞ্জির প্র্যাক্টিসে রোহিত শর্মা
টি-টোয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্ম করেছিলেন রোহিত শর্মা। নেতৃত্বও প্রশংসনীয়। দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বিশ্বকাপ জিতেই দেশের জার্সিতে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহিতও। লক্ষ্য ছিল বাকি দুই ফরম্যাটে ফোকাস করা। কিন্তু বিশ্বকাপের পর থেকেই হতাশার শুরু। গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজে ব্যর্থ। টেস্ট ক্রিকেটেও সেই হতাশার ফর্ম জারি ছিল। কিছুদিন আগেই শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতে এতটাই ছন্দহীন ছিলেন যে সিরিজের শেষ ম্যাচে একাদশেই ছিলেন না রোহিত।
সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে খোদ ক্যাপ্টেনকে ছাড়াই একাদশে প্রশ্ন উঠতে শুরু করে। জোর জল্পনা, রোহিত শর্মাও অবসরের পথে। যদিও ম্যাচের দ্বিতীয় দিন সম্প্রচারকারী চ্যানেলে রোহিত দাবি করেন, তিনি শুধুমাত্র সিডনি টেস্টেই খেলছেন না। এখনই অবসর নয়, সেটাও পরিষ্কার করে দেন। ভারতীয় দলের পরবর্তী টেস্ট সিরিজ ইংল্যান্ডের মাটিতে। সেটা দিয়ে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর শুরু হবে ভারতের। সেখানে কি সুযোগ পাবেন রোহিত শর্মা?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন নেমে পড়লেন রোহিত শর্মা। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ান ডে ফরম্যাটে টুর্নামেন্ট। এরপর আইপিএল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের পর ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। ফর্ম খুঁজে পেতে ঘরোয়া ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়তো পাবেন না। তবে মুম্বই রঞ্জি দলের সঙ্গে এ দিনই প্র্যাক্টিসে নেমে পড়েছেন রোহিত। অজিঙ্ক রাহানেদের সঙ্গে জমিয়ে অনুশীলন করলেন।
Post A Comment:
0 comments so far,add yours