পুলিশ জানিয়েছে, অজয়ের বোন দুর্গাবতী ওরফে গুড্ডি সিং ২০২০ সালে মে মাসে বানথারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি লেখেন, অজয়, রূপা এবং তাঁদের নাবালক সন্তান মিলে পরিবারের ৬ জনকে কুপিয়ে ও গুলি করে খুন করেন।

পরিবারের ৬ জনকে নৃশংসভাবে খুন, পরিণতিতে ফাঁসি দম্পতির
প্রতীকী ছবি



লখনউ: সেই নৃশংসতা এখনও ভুলতে পারেনি এলাকার লোকজন। পরিবারের ৬ জনকে নৃশংসভাবে খুন। আর সেই খুনের দায়ে এক দম্পতিকে ফাঁসির সাজা দিল লখনউয়ের একটি আদালত।


খুনের ঘটনাটি ঘটেছিল ২০২০ সালে। অজয় সিং, তাঁর স্ত্রী রূপা সিং ও তাঁদের নাবালক পুত্র পরিবারের ৬ জনকে খুন করেন। মৃতদের তালিকায় রয়েছে অজয়ের ভাই অরুণ সিং ও তাঁর স্ত্রী ও দুই সন্তান। এছাড়া নিজের বাবা অমর সিং ও মা রাম দুলারিকেও খুন করেন অজয় ও তাঁর স্ত্রী।

পুলিশ জানিয়েছে, অজয়ের বোন দুর্গাবতী ওরফে গুড্ডি সিং ২০২০ সালে মে মাসে বানথারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি লেখেন, অজয়, রূপা এবং তাঁদের নাবালক সন্তান মিলে পরিবারের ৬ জনকে কুপিয়ে ও গুলি করে খুন করেন। দুর্গাবতী অভিযোগ করেন, তাঁর দাদা বাবার কাছ থেকে টাকা চেয়েছিলেন। তাঁর আশঙ্কা ছিল, বাবা সম্পত্তি বিক্রি করে সেই টাকা অরুণ সিংকে দিয়ে দেবেন। সেই আশঙ্কা থেকেই, স্ত্রীর সঙ্গে পরিবারের সবাইকে খুনের ষড়যন্ত্র করেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours