পানের গোছে পান বেশি নিয়ে উত্তেজনা ছড়ালো কাকদ্বীপের পান মার্কেটে
পান চাষীদের জন্য সরকারিভাবে মিষ্টি পানের গোছে ৭০ টা করে পান গোছে দেওয়ার নিয়ম রয়েছে,বেশিরভাগ চাষী সরকারের করা ওই নিয়ম মেনে নিলেও কিছু চাষী সরকারের নিয়ম না মেনে গোছে প্রায় ১০০ থেকে ১৪০ টা করে পান দিয়ে মার্কেটে পান নিয়ে আসছে,তাই ১৯শে জানুয়ারি
রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের একটি পান মার্কেটে কিছু চাষী একতা হয়, এবং যারা পানের গোছে ৭০ টার বেশি করে পান দিয়ে মার্কেটে পান নিয়ে এসেছে সেই সমস্ত পান চাষিদের পানের তালা চিহ্নিত করে,এবং ওই সমস্ত চাষীদের পানের গোছ ভেঙে ৭০টা করে পানের গোছ করার জন্য বলে সমস্ত চাষীরা,কিন্তুু ওই কিছু পান চাষী পানের গোছে ৭০টার কথা না মানায় পানের গোছে বেশি নিয়ে উত্তেজনা ছড়ালো কাকদ্বীপের পান মার্কেটে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে
ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে উত্তেজিত পান চাষীরা কি বললেন শুনুন
দক্ষিণ ২৪ পরগনা থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডটকম
Post A Comment:
0 comments so far,add yours