গঙ্গাসাগর মেলার জন্য বাড়ালো ভেসেল ভাড়া এমনটাই জানিয়ে দিল ভেসেল কর্তৃপক্ষ 

১০ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ এর গঙ্গাসাগর মেলা তাই প্রচুর সংখ্যক পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নান করার লক্ষ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে,গঙ্গাসাগর মেলার জন্য ১০ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত পুন্যার্থীদের জন্য বেড়ে গেল ভেসেল ভাড়া,সরকারি নিয়ম অনুযায়ী মেলার জন্য ৪০ টাকা করে করা হয়েছে ভেসেল
 ভাড়া,অন্যদিকে গঙ্গাসাগরের মানুষের জন্য ৯ টাকা ভাড়া থাকছে, গঙ্গাসাগরের বাসিন্দা হলে তার যদি সচিত্র পরিচয় পত্র দেখায় তবে কিন্তুু তিনি ৯ টাকা তে ভেসলে পারাপার হতে পারবেন,সচিত্র পরিচয় পত্র না দেখাতে পারলে সাগরদ্বীপের বাসিন্দা হলেও ৪০ টাকা ভাড়া দিয়ে ভেসেল পার হতে হবে এই ২০২৫ এর গঙ্গাসাগর মেলায় ১০ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত 

ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে সাগর ইউনিটের ভেসেল ইনচার্জ অর্পণ দাস কি বললেন শুনুন

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours