দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে। তবে বেলা বাড়লেই আবার রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।
ফের বৃষ্টি? জেনে নিন কী বলছে আবহাওয়া দফতর
কী বলছে আবহাওয়া দফতর?
কলকাতা: শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে শীতের দেখা এখনই নয়। বলছে আলিপুর আবহাওয়া দফতর। অল্পবিস্তর কুয়াশার দেখা মিললেও আগামী ৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন হওয়া অফিসের কর্তারা। আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে। আবহাওয়াবিদরা বলছেন, হরিয়ানা এবং কেরল সংলগ্ন এলাকায় দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ১৮ জানুয়ারি শনিবার। পরের ঝঞ্ঝা ২২ জানুয়ারি। তবে তাতে যে তাপমাত্রার বিশেষ হেরফের হবে এমনটা নয়। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৪ থেকে ৫ দিন একই থাকবে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে। তবে বেলা বাড়লেই আবার রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলতে পারে।
দক্ষিণে হালকা হলেও উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা থাকছে। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটারের নিচে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। তবে সেখানেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তাপমাত্রার ক্ষেত্রেও বড় বদল দেখা যাবে না বলেই মনে করছে হাওয়া অফিস।
Post A Comment:
0 comments so far,add yours