কয়েকদিন আগে মেদিনীপুর মেডিক্যালে এক প্রসূতির মৃত্যুতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওই স্যালাইনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তড়িঘড়ি স্বাস্থ্য ভবন ওই স্যালাইন-সহ সংস্থার একাধিক ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সরকারি হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠায়।


মুম্বইয়ের ল্যাবে ক্লিনচিট পেল 'বিষাক্ত' স্যালাইন প্রস্তুতকারী সংস্থা
ক্লিনচিট পেলেও ওই সংস্থার স্যালাইনের উপর থেকে এখনই নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না রাজ্য


‘বিষাক্ত’ স্যালাইনের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ। স্যালাইন প্রস্তুতকারী সংস্থার ওই স্যালাইন-সহ একাধিক ওষুধ পশ্চিমবঙ্গে ব্যবহারে নিষেধাজ্ঞা স্বাস্থ্য ভবনের। আর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সেই রিঙ্গার ল্যাকটেট (RL)-কেই এবার ক্লিনচিট দিল মুম্বইয়ের ড্রাগ টেস্টিং ল্যাব। কর্নাটক সরকারের অভিযোগের ভিত্তিতে পরীক্ষার পর ওই সংস্থার স্যালাইনকে ক্লিনচিট দেওয়া হল। আর ল্যাবের রিপোর্ট সামনে আসার পরই ফুঁসে উঠলেন চিকিৎসকরা।

কয়েকদিন আগে মেদিনীপুর মেডিক্যালে এক প্রসূতির মৃত্যুতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওই স্যালাইনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তড়িঘড়ি স্বাস্থ্য ভবন ওই স্যালাইন-সহ সংস্থার ১০টি ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সরকারি হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠায়।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে কেন্দ্র-রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা চোপড়ার কারখানা থেকে নমুনা সংগ্রহ করেছিলেন। সেগুলি মুম্বইয়ের ল্যাবে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতে কিছু পাওয়া যায়নি বলে মুম্বইয়ের ল্যাবের তরফে জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা জারি হয়েছে, তার ভিত্তিতে মুম্বইয়ের ল্যাবের রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জমা করা হয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours