মকর সংক্রান্তি উপলক্ষেই প্রয়াগরাজে স্নান করতে এসেছিলেন তিনি। কিন্তু জলে নামার পর এমন অঘটন ঘটবে, তা কল্পনা করেনি কেউ। আগে থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন বলেও জানা নেই।
পাপ ধুতে মহাকুম্ভে এসে মৃত্যু প্রাক্তন মেয়রের
এনসিপি নেতা মহেশ কোঠে।
মহাকুম্ভে স্নান করতে গিয়ে প্রয়াত এনসিপি নেতা। মঙ্গলবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করছিলেন শরদ পওয়ারের শিবিরের নেতা তথা সোলাপুরের প্রাক্তন মেয়র মহেশ কোঠে। জলে নামার পরই হার্ট অ্যাটাক হয় তাঁর। প্রয়াগরাজের মহাকুম্ভে মৃত্যু হয় তাঁর।
১৪৪ বছর পর এমন পূণ্য যোগ এসেছে, তাই মহাকুম্ভে পূণ্য স্নান করতে গিয়েছিলেন সোলাপুরের প্রাক্তন মেয়র মহেশ কোঠে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী মিলিত হয়েছে, সেখানে পূণ্যস্নান করতে যান।
জলে ডুব দেওয়ার পরই তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন। জলের মধ্যেই বুক চেপে যন্ত্রণায় কাতরাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে তাঁর সহকারী তাঁকে জল থেকে উদ্ধার করে মেডিক্যাল ক্যাম্পে নিয়ে আসেন। ততক্ষণে তিনি সংজ্ঞা হারিয়েছেন। চিকিৎসকরা পরীক্ষা করার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
গোটা ঘটনায় হতভম্ব সকলে। এনসিপি নেতার সহকারী জানান, মকর সংক্রান্তি উপলক্ষেই প্রয়াগরাজে স্নান করতে এসেছিলেন তিনি। কিন্তু জলে নামার পর এমন অঘটন ঘটবে, তা কল্পনা করেনি কেউ। আগে থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন বলেও জানা নেই।
আজ, বুধবার সোলাপুরে আনা হবে তাঁর মরদেহ। আজই শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবারে তাঁর স্ত্রী ও ছেলে রয়েছে। মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন শরদ পওয়ার।
Post A Comment:
0 comments so far,add yours