ডায়মন্ড হারবারের আলিঙ্গন কাপ ২০২৪-এ চ্যাম্পিয়ন দল হলো আনন্দধারা ডায়মন্ড হারবার এবং রানার্স আপ দল হলো MCC নুরপুর
দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবারের স্কুল মাঠে অর্থাৎ নেতাজি স্টেডিয়ামে আলিঙ্গন ক্লাবের পরিচালনায় শুরু হয়েছিল ৩২ তম আলিঙ্গন কাপ ২০২৪ এর ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট,যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ এক লক্ষ ৪০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ ৯০ হাজার টাকা, ডায়মন্ডহারবারের আলিঙ্গন কাপ ২০২৪ এর ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করে,একটি দল হলো আনন্দধারা ডায়মন্ড হারবার এবং অপর একটি দল হলো MCC নুরপুর
ওই ফাইনাল খেলাতে MCC নুরপুরকে এক শুন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো আনন্দধারা ডায়মন্ড হারবার,
ডায়মন্ড হারবারের স্কুল মাঠে অর্থাৎ নেতাজি স্টেডিয়ামে ওই ফাইনাল খেলার আগে মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার জোস ব্যারেটো,এদিন ডায়মন্ড হারবারের ওই স্কুল মাঠে ফাইনাল খেলা ও মোহনবাগানের প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার জোস ব্যারেটো কে দেখার জন্য ওই মাঠে ভীড় জমিয়েছিল হাজার হাজার দর্শক,
ফাইনাল খেলার শেষে আলিঙ্গন কাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন দল আনন্দধারা ডায়মন্ড হারবারের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ এক লক্ষ ৪০ হাজার টাকা তুলে দেওয়া হয় এবং রানার্স আপ দল MCC নুরপুর দলের হাতে রানার্স আপ ট্রফি সহ নগদ ৯০ হাজার টাকা তুলে দেওয়া হয়
এদিন ওই বিষয়ে আলিঙ্গন ক্লাবের কর্মকর্তারা আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন,
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours