উত্তরবঙ্গের ছিলাপোতা থেকে দিঘা, কাউন্সিলরের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু খালি হাতে ফিরেছে। এবার এই নিয়ে মুখ খুললেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁর মন্তব্য, 'সিংহের মুখে রক্ত লাগালে কামড়ে খাবেই।'


সিংহের মুখে রক্ত লাগালে তো সিংহ কামড়ে খাবেই...', প্রমোটার মারধরের ঘটনায় বিস্ফোরক সব্যসাচী দত্ত
বিধাননগরে প্রমোটার পেটানোর ঘটনায় মুখ খুললেন সব্যসাচী দত্ত

 তোলা না পেয়ে বাগুইআটির প্রমোটারকে মারধরের ঘটনায় ১১ দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু বিধাননগরের অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে এখনও ধরা যায়নি। এখনও তাঁর হদিশই পেল না পুলিশ। এফআইআর-এ ২০ জনের নাম রয়েছে। তার মধ্যে মাত্র ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তোলাবাজি, খুনের চেষ্টার ধারা থাকা সত্ত্বেও কেন গ্রেফতার নয়? আতঙ্কে নিগৃহীত প্রমোটার। উত্তরবঙ্গের ছিলাপোতা থেকে দিঘা, কাউন্সিলরের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু খালি হাতে ফিরেছে। এবার এই নিয়ে মুখ খুললেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁর মন্তব্য, ‘সিংহের মুখে রক্ত লাগালে কামড়ে খাবেই।’


সব্যসাচী আরও বলেন, “গ্রাম বাংলায় একটা চলতি কথা রয়েছে, বিয়ের প্রথম রাতেই বিড়াল মারতে হয়। প্রথম দিনই রুখে দাঁড়ানোর ছিল। তাহলে এই পরিস্থিতির সম্মুখীন হতে হত না। আর হতে হলেও ওঁর ওই টাকাটা যেত না। অন্তত এই এপিসোডের পর ওঁকে টাকাটা দিতে হত না। এখন টাকাও গেল, রক্তও গেল। সিংহের মুখে রক্ত লাগালে তো সিংহ কামড়ে খাবেই। ”

গোটা বিষয়ে আতঙ্কিত আক্রান্ত প্রমোটার। তিনি বলেন, “সব্যসাচী দত্তের কথায় তো আমার মনে হচ্ছে, আমার জীবনটাও যাবে। আমি ন্যায় বিচারের দিকে তাকিয়ে। মাননীয় মুখ্য়মন্ত্রীর দিকে তাকিয়ে। যদি মরতে হয় মরব। আগের যে আইসি ছিলেন তিনি বলেছিলেন, কাউন্সিলরের সঙ্গে বসে যাও। বসে ব্যাপারটা মিটিয়ে নাও। আমি কিছু করতে পারব না, কোনও এফআইআর নিতে পারব না। ১১ দিন যে পালিয়ে থাকতে পারে, সে কত বড় প্রভাবশালী।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours