দাউ দাউ করে জ্বলছে ডকে পড়ে থাকা মৎস্যজীবীদের ট্রলার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাকদ্বীপের অক্ষয় নগর এলাকায়। 

কালনাগিনী নদীর ধারে পড়ে থাকা এফ বি দীপা নামে ট্রলার টিতে আজ বেলা ১১ টা নাগাদ আগুনের শিখা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ট্রলারে, দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রলারটি।