বাংলাদেশের বিশৃঙ্খলা পরিবেশের জন্য দুশ্চিন্তায় শুটকি মাছের মৎস্যজীবীদের 



দক্ষিণ ২৪ পরগনা জেলার শীত পড়তেই শুটকি মাছের প্রস্তুতির কাজ। আর এই শুটকি মাছ মূলত রপ্তানি করা হয় বাংলাদেশ,আসাম,ত্রিপুরা সহ একাধিক জায়গায় তবে এই বছরের বাংলাদেশের পরিস্থিতি খারাপের কারণে শুটকি মাছ তৈরি করা মৎস্যজীবীদের মাথায় হাত পড়েছে, কারণ মূলত বেশি রপ্তানি হয় এই শুটকি মাছ বাংলাদেশের তবে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে তারা রপ্তানি করতে পারছে না এছাড়াও বিগত বছরের তুলনায় এ বছরে নদীতে মাছ না থাকায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মৎস্যজীবীদের, আমাদি,লোটে, ছুরি, রুপালি, চিংড়ি সহ একাধিক মাছ শুকানোর কাজ চলে।

মূলত এই শুটকি মাছ তৈরি করা হয় শীত পড়লেই চার মাস ধরে মাছ শুকানোর কাজ চলে আর এই কাজকে ঘিরে বহু মানুষ জীবন জীবিকা এর উপরেই চলে আসছে