এ বারের আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কিনেছে লখনউ। তারপর থেকে নেটদুনিয়ায় এক মিম ঘোরাফেরা করছে। যেখানে পন্থের কাঁধে রাহুলের হাত। আর ক্যাপশনে লেখা, '... বস টক্সিক হ্যায়।' এই মিমের কথা যখন পৌঁছেছে লখনউ মালিকের কাছে কী উত্তর দিয়েছেন তিনি?
'বস টক্সিক হ্যায়', LSG-তে রাহুলের মতোই পরিণতি হবে পন্থের? সঞ্জীব গোয়েঙ্কার জবাব...
যা রটে, তার কিছুটা হলেও ঘটে… এমনটা প্রায়শই বলা হয়। ১৭তম আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) প্রকাশ্যে ভর্ৎসনা করেছিলেন টিমের অধিনায়ক লোকেশ রাহুলকে (KL Rahul)। এরপর অবশ্য বিষয়টি নিয়ে অনেকটা সময় মুখে কুলুপ দিয়েছিলেন কেএল রাহুল। অনেকেই বলেছিলেন, রাহুল ও লখনউ মালিকের মধ্যে সব ঠিক নেই। লখনউ ছাড়ার পর পরবর্তীতে রাহুল মনের মধ্যে থাকা সব ক্ষোভ প্রকাশ করে দেন। তাঁর কথা থেকে পরিষ্কার হয় লখনউতে তিনি স্বাধীনতা পাননি। তেমন টিমে খেলা চালিয়ে যাওয়া তাঁর জন্য কঠিন। এ বারের আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কিনেছে লখনউ। তারপর থেকে নেটদুনিয়ায় এক মিম ঘোরাফেরা করছে। যেখানে পন্থের কাঁধে রাহুলের হাত। আর ক্যাপশনে লেখা, ‘… বস টক্সিক হ্যায়।’ এই মিমের কথা যখন পৌঁছেছে লখনউ মালিকের কাছে কী উত্তর দিয়েছেন তিনি?
Post A Comment:
0 comments so far,add yours