ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফরের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে শ্রীলঙ্কা। তীব্র গতি আর বাউন্সের ডারবান ছারখার করে দিয়েছে ধনঞ্জয় ডি সিলভার দলকে। মাত্র ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা।



টেস্ট ক্রিকেট আবার এক বিপর্যয়ের সাক্ষী। ডারবানে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সফরের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে শ্রীলঙ্কা। তীব্র গতি আর বাউন্সের ডারবান ছারখার করে দিয়েছে ধনঞ্জয় ডি সিলভার দলকে। মাত্র ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর। কামিন্দু মেন্ডিস ও লাহিরু কুমারা যদি দু’অঙ্কে পা না রাখতেন, তা হলে স্কোরকার্ডে ২০-ও পার করতে পারত না শ্রীলঙ্কা (Sri Lanka)। এই ৪২-এ আবার শ্রীযুক্ত অতিরিক্তর অবদান ৬। শ্রীলঙ্কার এমন বিপর্যয় ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছে। ক্রিকেট ভক্তরা সোচ্চার হয়েছেন সমালোচনায়। অনেকেই বলছেন, ‘কুড়ি-বিশের ক্রিকেটই শেষ করে দিচ্ছে টেস্ট ঐতিহ্যকে।’

দক্ষিণ আফ্রিকা যে বিরাট রান খাড়া করেছে, তা নয়। ১৯১ রানে প্রোটিয়ারা অলআউট হয়েছিল প্রথম ইনিংসে। লড়াই দেখা গিয়েছিল শুধু বাভুমার ব্যাটে। ৭০ করেছেন তিনি। শ্রীলঙ্কার সামনে সুযোগ ছিল হোম টিমকে চেপে ধরার। উল্টে তাঁরাই এখন ইনিংস হারের ভয়ে কাঁপছেন। ব্যাট করতে নেমেই ধাক্কা সামলাতে হয় শ্রীলঙ্কাকে। ০ রানে পড়েছে ৫টি উইকেট। ১, ২, ৩ এর খাতায় রয়েছেন আরও তিনজন। বরং উল্টোদিক থেকে দেখলে এই ম্যাচের হিরোর নাম মার্কো জ্যানসেন। প্রানবন্ত ডারবানে যিনি উইকেটের নেকলেস বানাচ্ছিলেন প্রায়। ৬.৫ ওভার বল করে ১ মেডেন। মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। এমন আগুনে স্পেল থাকলে ব্যাটাররা স্পেল বাউন্ডই হয়ে যান। শ্রীলঙ্কারও তাইই হয়েছে। একা জ্যানসেন নয় জেরাল্ড কোৎজে ২ ও কাগিসো রাবাডা ১ উইকেট নেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours