এদিন বোকারোতে প্রধানমন্ত্রীর জনসভায় ভিড় উপচে পড়েছিল। সেই জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মোদী। কংগ্রেস, জেএমএম-র জোট নিয়ে জনতাকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেস, জেএমএম-র অসৎ উদ্দেশ্য ও ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকুন। ক্ষমতা দখলে তারা যতদূর খুশি যেতে পারে।"
ক্ষমতা দখলের জন্য কী করতে পারে কংগ্রেস? জনতাকে সতর্ক করলেন মোদী
বোকারোতে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক আক্রমণের পারদ তত চড়ছে ঝাড়খণ্ডে। দিন কয়েক আগে নির্বাচনী প্রচারে এসে জেএমএম, কংগ্রেস ও আরজেডির জোটকে ‘অনুপ্রবেশকারীদের জোট’ বলে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রবিবার বোকারোতে সেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেন। জেএমএম, কংগ্রেস ও আরজেডির জোট ওবিসি শ্রেণিভুক্ত সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এদিন বোকারোতে প্রধানমন্ত্রীর জনসভায় ভিড় উপচে পড়েছিল। সেই জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মোদী। কংগ্রেস, জেএমএম-র জোট নিয়ে জনতাকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস, জেএমএম-র অসৎ উদ্দেশ্য ও ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকুন। ক্ষমতা দখলে তারা যতদূর খুশি যেতে পারে।” পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নে কংগ্রেস কিছু করেনি জানিয়ে তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে এসসি, এসটি এবং ওবিসি-র ঐক্যের বিরোধিতা করে এসেছে কংগ্রেস। যতদিন পর্যন্ত এসসি, এসটি ও ওবিসি-র মধ্যে ঐক্য ছিল না, ততদিন কেন্দ্রে সরকার গঠন করেছে কংগ্রেস আর দেশকে লুঠ করেছে।”
ওবিসি শ্রেণিভুক্ত সম্প্রদায়গুলিকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ছোটনাগপুর অঞ্চলে ওবিসি-র মধ্যে ১২৫-র বেশি সাব-কাস্ট রয়েছে। সেই সাব-কাস্টদের মধ্যে বিরোধ বাধিয়ে ঐক্য ভেঙে দিতে চাইছে জেএমএম ও কংগ্রেস। কিন্তু, আপনারা যদি এক থাকেন, তাহলে সুরক্ষিত থাকবেন।
Post A Comment:
0 comments so far,add yours