লালবাজার সূত্রে খবর, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার গোটা নিরাপত্তা ব্যবস্থা নজরদারি করবেন। এছাড়াও থাকবেন ২ জন ইন্সপেক্টর। ৬ জন করে এএসআই এবং এসআই পদমর্যাদার অফিসার থাকবেন।
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের নিরাপত্তা আরও বাড়াল লালবাজার
বাংলাদেশ উপদূতাবাসের বাইরে বাড়ানো হল নিরাপত্তা
কলকাতা ও নয়াদিল্লি: কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হল। উপদূতাবাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়নের সিদ্ধান্ত নিল লালবাজার। এতদিন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বাইরে যে সংখ্যক পুলিশকর্মী মোতায়ন থাকত, সেই সংখ্যা অনেকটাই বাড়ানো হল। দিল্লিতেও বাংলাদেশ হাইকমিশনের বাইরে জোরদার করা হল নিরাপত্তা ব্যবস্থা।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রতিবাদে গতকাল ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস অভিযানের ডাক দিয়েছিল। ওই অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের ধস্তাধস্তি হয়। সূত্রের খবর, গতকালের ওই অভিযানের পরই উপদূতাবাসের নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার গোটা নিরাপত্তা ব্যবস্থা নজরদারি করবেন। এছাড়াও থাকবেন ২ জন ইন্সপেক্টর। ৬ জন করে এএসআই এবং এসআই পদমর্যাদার অফিসার থাকবেন। মহিলা ও পুরুষ মিলিয়ে ৩০ জন লাঠিধারী কনস্টেবল থাকবেন উপদূতাবাসের বাইরে।
Post A Comment:
0 comments so far,add yours