এদিন উত্তর প্রদেশের ৯টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়। চব্বিশের লোকসভা নির্বাচনে এই ৯ আসনের বিধায়করা প্রার্থী হয়েছিলেন। তাঁরা সাংসদ হয়ে বিধায়ক পদ ছাড়েন। খালি হয় এই ৯টি আসন।
উপনির্বাচনে ভোট দিতে চেয়েছিলেন বিজেপিকে, যুবতীর বস্তাবন্দি দেহ উদ্ধার
প্রতীকী ছবি
উপনির্বাচনের মধ্যেই উত্তর প্রদেশের কারহালে এক যুবতীর বস্তাবন্দি দেহ উদ্ধার। বুধবার সকালে বছর তেইশের ওই যুবতীর দেহ উদ্ধার হয়। মৃত যুবতীর পরিবারের অভিযোগ, সমাজবাদী পার্টিকে ভোট দিতে না চাওয়ায় তাদের মেয়েকে খুন করা হয়েছে। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মৈনপুরী জেলার পুলিশ সুপার বিনোদ কুমার বলেন, ওই যুবতীর বাবা অভিযোগপত্রে লিখেছেন যে তাঁর মেয়ে উপনির্বাচনে বিজেপিকে ভোট দিতে চেয়েছিলেন। তিন দিন আগে তাঁদের বাড়িতে এসেছিলেন প্রশান্ত যাদব নামে এক যুবক। প্রশান্ত জানতে চান, তাঁরা কাকে ভোট দেবেন। তখন যুবতী জানিয়েছিলেন, তিনি বিজেপিকে ভোট দেবেন। কারণ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাঁর পরিবার বাড়ি পেয়েছে। এরপরই যুবতীকে প্রশান্ত ভয় দেখান বলে অভিযোগ। সমাজবাদী পার্টির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জোর করে। তার পরই এদিন যুবতীর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়।
যুবতীর মৃত্যুর ঘটনায় সমাজবাদী পার্টিকে আক্রমণ করেছে বিজেপি। উত্তর প্রদেশে বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরি এক্স হ্যান্ডেলে লেখেন, “সাইকেল চিহ্নে ভোট দিতে না চাওয়ায় কারহালে এক যুবতীকে নৃশংসভাবে খুন করেছে সমাজবাদী পার্টির প্রশান্ত যাদব ও তার সঙ্গীরা।” সমাজবাদী পার্টির রাজ্য নেতৃত্ব এই নিয়ে এখনও মুখ খোলেননি। তবে কারহালের সমাজবাদী পার্টির প্রার্থী তেজ প্রতাপ যাদব বলেন, “ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার। এবং দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত।”
Post A Comment:
0 comments so far,add yours