এখানেই শেষ নয়, এর পরেই শুভেচ্ছাবার্তা জানিয়ে একজন অন্তঃসত্ত্বা মহিলা কী কী সুযোগ সুবিধা পেতে পারেন তা জানিয়ে একট ম্যাসেজ পাঠানো হয় মহিলাদের মোবাইলে।

এক গ্রামের ৪০ অবিবাহিত তরুণী 'গর্ভবতী' হতেই 'শুভেচ্ছা' জানাল যোগী সরকার



একই গ্রামের একই সঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন ৪০ জন অবিবাহিতা মহিলা। আর তার পরেই হুলুস্থুলু পড়ে গিয়েছে গোটা গ্রাম জুড়ে। উত্তরপ্রদেশের বারাণসীর মহলিয়া গ্রামের রামনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

এখানেই শেষ নয়, এর পরেই শুভেচ্ছাবার্তা জানিয়ে একজন অন্তঃসত্ত্বা মহিলা কী কী সুযোগ সুবিধা পেতে পারেন তা জানিয়ে একট ম্যাসেজ পাঠানো হয় মহিলাদের মোবাইলে।

কিন্তু কী করে এমন ঘটল? আসলে কী ঘটেছিল? উত্তরপ্রদেশের মহলিয়া গ্রামের ৪০ জন অবিবাহিতা মহিলার কাছে হঠাৎই মা হওয়ার জন্য আগাম শুভেচ্ছাবার্তা পাঠানো হয়। সেই সঙ্গে শিশু বিকাশ দফতরের তরফ থেকে একজন অন্তঃসত্ত্বা মহিলা বা নতুন মা তাঁর এবং তাঁর সন্তানের জন্য কী কী সুযোগ সুবিধা পেতে পারেন তাও জানানো হয়।

মোবাইলে আসা ওই ম্যাসেজে ‘পোষণ ট্র্যাকার’-এ তাঁদের নাম নথিভুক্ত হয়েছে বলেও জানানো হয়। এমনকি রেশন, রান্না করা খাবার, শিশুরে স্বাস্থ্য পরীক্ষা বা মাতৃদুগ্ধ পান করানোর ক্ষেত্রে নানা ধরনের সুযোগ সুবিধাও সরকারের তরফ থেকে পাওয়া যাবে বলে তাঁদের সচেতন করা হয়। প্রয়োজনে নিকটবর্তী অঙ্গনওয়ারী কেন্দ্রে যোগাযোগ করতে বা ১৪৪০৮ নম্বরে ফোন করতেও বলা হয়।

গ্রামের অবিবাহিত মহিলাদের কাছে এই ম্যাসেজ আসায় পুলিশের কাছে অভিযোগ জানান তরুণীরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে অঙ্গনওয়ারী কর্মীদের ভুলেই এই ঘটবা ঘটেছে। তবে বিষয়টি নজরে আসতেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বারাণসীর মুখ্য উন্নয়ন আধিকারিক (সিডিও) হিমাংশু নাগপাল। অঙ্গনওয়ারীদের কর্তব্যে গাফিলতির অভিযোগে শোকজ নোটিস পাঠানো হয়েছে। পঞ্চায়েত প্রধান অমিত পটেল জানিয়েছেন, মুখ্য উন্নয়ন আধিকারিককে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours