বাংলার অন্যতম পর্যটনকেন্দ্র বকখালির ভাঙ্গন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ
প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনের কবলে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাংলার অন্যতম পর্যটনকেন্দ্র বকখালি। সেই ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ। কিন্তু বাঁধ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি ও বালি। সেই পলি ও বালি কাটা হচ্ছে বাঁধের পাশ থেকেই।
প্রতিদিন পেলোডার দিয়ে বাঁধ মেরামতির ঠিকাদার সংস্থাগুলি বঙ্গোপসাগরের তীর থেকে দেদার পলি, বালি কেটে চলেছে। কাটার পর পলি, বালি নিয়ে যাওয়া হচ্ছে ট্র্যাক্টর ভরে। নদীর তীর থেকে পলি ও বালি কাটা বেআইনী বলে দাবী স্থানীয় ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের প্রধান থেকে সাধারণ বাসিন্দাদের। এই বেআইনী কাজ আটকাতে পঞ্চায়েত স্থানীয় বাসিন্দাদের গণস্বাক্ষর করে বিডিও, বি এল আর অফিস ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু তার পরেও সেই একই কাজ রমরমিয়ে চলছে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদারের
Post A Comment:
0 comments so far,add yours