সংবিধানের নিয়ম অনুযায়ী, অবসর গ্রহণের পর বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন না প্রধান বিচারপতিরা। সংবিধানের ১২৪(৭) অনুচ্ছেদ অনুযায়ী, ভারতীয় কোনও আদালতে আইন প্রাকটিস করার অধিকার নেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিরা।


সুপ্রিম কোর্টে আজই শেষদিন চন্দ্রচূড়ের, অবসরের পর কী করেন প্রধান বিচারপতিরা?
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।



প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়। আজ, ৮ নভেম্বর প্রধান বিচারপতি হিসাবে তাঁর কর্মজীবনের শেষ দিন। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। আগামী ১১ নভেম্বর থেকে তিনি প্রধান বিচারপতি পদে দায়িত্ব গ্রহণ করবেন। তবে জানেন কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা অবসর গ্রহণের পর কী করেন?


অবসর গ্রহণের পর ডিওয়াই চন্দ্রচূড় কী করবেন, সে বিষয়ে কোনও পরিকল্পনা ভাগ করেননি তিনি। তবে সংবিধানের নিয়ম অনুযায়ী, অবসর গ্রহণের পর বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন না প্রধান বিচারপতিরা। সংবিধানের ১২৪(৭) অনুচ্ছেদ অনুযায়ী, ভারতীয় কোনও আদালতে আইন প্রাকটিস করার অধিকার নেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিরা।

মূলত অবসর গ্রহণের পর নৈতিকতার খাতিরে এবং বিচারব্যবস্থার স্বাধীনতা ও নিরাপেক্ষতা প্রমাণের জন্যই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের অবসর গ্রহণের পর বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে দেওয়া হয় না। যদি প্রধান বিচারপতি পদে থাকার পর কেউ আইনজীবী হন, তবে বিচারব্যবস্থায় আস্থা হারাতে পারেন জনগণ, এমনটাই মনে করা হয়। এছাড়া কোনও মামলা প্রভাবিত করার সম্ভাবনাও থাকে না।


তাহলে অবসরের পর প্রধান বিচারপতিরা কী করেন?
বিচারব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে না পারলেও, প্রধান বিচারপতিরা জটিল আইনি বিষয়ে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে পারেন। এছাড়া বিভিন্ন কমিশন ও ট্রাইবুনালের সদস্য বা নেতৃত্বও দিতে পারেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিরা। জাতীয় মানবাধিকার কমিশন বা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে অনেক সময়ই নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা।

এছাড়াও বিভিন্ন ল স্কুল, কলেজে যেমন পড়াতে পারেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিরা, বইও লিখতে পারেন তারা। অনেক সময় সরকারের তরফে অবসরপ্রাপ্ত বিচারপতিদের রাজ্যপাল বা কেন্দ্রীয় কোনও কমিটির সদস্য হিসাবে নিয়োগ করতে পারে।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours