বাংলাদেশ সরকারের হাতে গ্ৰেফতার ইসকন মন্দিরের ধর্ম গুরু
বাংলাদেশের ইসকন মন্দিরের ধর্ম গুরু চিন্ময় কৃষ্ণ দাস গ্ৰেফতার হন বাংলাদেশ সরকারের হাতে। এই নিয়ে উত্তাল গোটা দেশ, সমগ্র ভারত জুড়ে বিভিন্ন হিন্দু সংগঠনরা ডাক দিয়েছে বাংলাদেশের ইসকন মন্দির ধর্ম গুরু চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তি দিতে হবে। আজ পশ্চিমবঙ্গের গোটা রাজ্যে জুড়ে এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জেলায় জেলায় সাধু সন্ন্যাসীরা ও ভারত সেবাশ্রম সহ ইসকনের হিন্দু ধর্মগুরুরা পথে নেমেছে।
গতকাল দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপে এই তীব্র প্রতিবাদের প্রতিচ্ছবি দেখা যায়, প্রায় পাঁচ থেকে দশ হাজার মানুষ এই প্রতিবাদ মিছিলে পা মেলায় । কাকদ্বীপের এই প্রতীবাদী মিছিলের ডাক দিয়েছে হিন্দু সুরক্ষা বাহিনী । কাকদ্বীপ বাসন্তী ময়দান থেকে শুরু হয় এই মিছিল। এই মিছিলে ছিলেন পূর্বস্থলী মিশনের সঙ্ঘের সোমনাথ মহারাজ, সনাতনী আশ্রমের শ্রদ্ধা নন্দ মহারাজ, কার্তিক চক্রবর্তী গোস্বামী কাকদ্বীপ মাইতির চক্।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours