শেষ ১৫ দিন রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। ঘনিষ্ঠসূত্রে খবর, কিডনিতে সমস্যা পাশাপাশি বার্ধক্যজনিত কারণেই প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
মাতৃহারা ঋতুপর্ণা সেনগুপ্ত, টানা ১৫ দিন ছিলেন ভেন্টিলেশনে, শনিবার সব শেষ
শোকের ছায়া ঋতুপর্ণা সেনগুপ্তের পরিবারে। প্রয়াত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। শনিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। গত কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। মায়ের অসুস্থতার কথা জানিয়ে ছিলেন অভিনেত্রী। শনিবার দুপুর তিনটে নাগাদ প্রয়াত হন নন্দিতা দেবী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে টানা ১৫ দিন ধরে ভর্তি ছিলেন তিনি। রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। ঘনিষ্ঠসূত্রে খবর, কিডনিতে সমস্যা পাশাপাশি বার্ধক্যজনিত কারণেই প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
মাতৃবিয়োগে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী। কী হয়েছিল অভিনেত্রীর মায়ের? অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালিসিসও করাতে হয় তাঁকে। সম্প্রতি কিডনির সমস্যাই আরও বেড়েছিল। গত কয়েকদিন ধরে তাই হাসপাতালে ভর্তি ছিলেন নায়িকার মা। কিডনির সমস্যার সঙ্গে সঙ্গে রয়েছে শ্বাসকষ্টের সমস্যাও। বলা যেতে পারে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটছিল নায়িকার দিন।
কয়েকদিন আগে ছবির প্রচারে এসেও জানিয়েছিলেন তাঁর মন ভাল নেই। মা অসুস্থ, তবে কথা দিয়েছিলেন তিনি আসবেন, সেই কারণেই হাজির হয়েছিলেন ছবির প্রচারে। তবে মায়ের স্বাস্থ্যের অবস্থা যে মোটেও ভাল যাচ্ছিল না, তা এক প্রকার সেদিনই স্পষ্ট করে দিয়েছিলেন অভিনেত্রী। শনিবার অর্থাৎ ২৩ নভেম্বর সব লড়াই শেষ, না ফেরার দেশে নন্দিতা দেবী।
Post A Comment:
0 comments so far,add yours