এখনও পর্যন্ত বাংলাদেশ প‍্যাভিলিয়ন না থাকার সম্ভাবনাই প্রবল। সরকারের নির্দেশের অপেক্ষায় গিল্ড। বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতির কারণেই এই অনিশ্চয়তা।

এবারের বইমেলায় বাংলাদেশের স্টল থাকবে কি? চরম অনিশ্চয়তা
কলকাতা বইমেলা (ফাইল ছবি)

 বইমেলায় বাংলাদেশের স্টল থাকা নিয়ে অনিশ্চয়তা। এখনও পর্যন্ত বাংলাদেশ প‍্যাভিলিয়ন না থাকার সম্ভাবনাই প্রবল। সরকারের নির্দেশের অপেক্ষায় গিল্ড। বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতির কারণেই এই অনিশ্চয়তা।

এবছর বইমেলা হচ্ছে ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে জায়গা সংকোচের জন্য নতুন কোনও পাবলিশার্সদের স্টল দেওয়া যায়নি বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। এবছরের ‘থিম কান্ট্রি’ জার্মানি। গ্রেট বিটেন, আমেরিকা, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া-সহ একাধিক দেশ অংশ নিচ্ছে। রাজ্য প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, গুজরাট অংশ নিচ্ছে। সাংবাদিক বৈঠক করায় সময়ে গোটা বিষয়টি জানিয়েছেন বইসেলার ও পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদীবকুমার চট্টোপাধ্যায়। কিন্তু বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপন করেন না তিনি। বাংলাদেশ আদৌ অংশ নিচ্ছে কিনা, সে বিষয়ে প্রশ্ন করা হয় তাঁকে। তিনি বলেন, “বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে আমরা সরকারি নির্দেশনা ছাড়া কোনও কথাই বলতে পারছি না। পরিবর্তীত পরিস্থিতিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পরও এখনও অশান্ত বাংলাদেশ। অর্থনীতি থেকে রাজনীতি-টালমাটাল পরিস্থিতি সামাল দিচ্ছে ইউনুস। আর তারই আঁচ পড়তে পারে, এপার বাংলার বইমেলায়। গত বছর বইমেলায় এসেছিল ২৭ লক্ষ মানুষ। বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকা। গত বছরও বইমেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন সংখ্যা ছিল উল্লেখ্যযোগ্য। এবারের মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours