বেঙ্গালুরু টেস্টে ঘাড়ে চোটের কারণে শুভমন গিল খেলতে পারেননি। এই পুরো সময়টায় ভারতের মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণ করেছে। পুনে টেস্টের আগে নেটে শুভমন সাবলীল অনুশীলন করেছেন। এই পরিস্থিতিতে পুনে টেস্টে তাঁর কি খেলা হবে? যা ইঙ্গিত দিলেন গৌতম গম্ভীর...
কিউয়িদের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। শুভমন গিল, ঋষভ পন্থদের একাদশে দেখা যাবে কিনা, তা জানতে মরিয়া ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রেস কনফারেন্সে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ডেপুটি রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন গিল ও পন্থ দু’জনই ফিট। এ বার ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে গৌতম গম্ভীরের সামনে শুভমনকে (Shubman Gill) নিয়ে প্রশ্ন রাখা হয়। পুনে টেস্টে কি গিলকে দেখা যাব? কী ইঙ্গিত দিলেন গৌতম গম্ভীর?
বেঙ্গালুরু টেস্টে ঘাড়ে চোটের কারণে শুভমন গিল খেলতে পারেননি। এই পুরো সময়টায় ভারতের মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণ করেছে। পুনে টেস্টের আগে নেটে শুভমন সাবলীল অনুশীলন করেছেন। তিনি এর আগে চোট পাওয়ায় ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছিলেন, ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন গিল। এখন তিনি ফিট। এ বার তাঁকে নিয়ে ভারতের হেড স্যার বলেছেন, ‘গিল আগের ম্যাচে চোটের কারণে খেলতে পারেনি। বাংলাদেশের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছিল। নিশ্চিত ভাবে ও একাদশে আসবে। তবে এখনই পুনে টেস্টের একাদশ বাছাই করা হয়নি। আগামিকাল সকালে বোঝা যাবে একাদশ কী হবে। এই টেস্ট ম্যাচ জেতার জন্য যে কম্বিনেশন প্রয়োজন, সেটাই ব্যবহার করার চেষ্টা করা হবে।’
যশস্বী জয়সওয়াল দলে আসার পর ওপেনিং ছেড়ে তিনে নামছেন শুভমন গিল। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ে ১১৯ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন গিল। টেস্টে ভারতের জার্সিতে একটা সময় চেতেশ্বর পূজারা তিনে রাজ করতেন। সেই জায়গায় শুভমন গিলকে প্রস্তুত করা হচ্ছে। বেঙ্গালুরুতে তিনি খেলেননি বলে বিরাট কোহলি নেমেছিলেন তিনে। এই তিন নম্বর পজিশন নিয়ে গৌতম বলেন, ‘সকলের জন্য রান করাটা গুরুত্বপূর্ণ। আমি তিন নম্বর জায়গা ও ওপেনিং নিয়ে তুলনা করতে চাই না। তিনে নেমে কেউ যদি ধারাবাহিক ভাবে রান পায়, তা দলের জন্যই ভালো।’
Post A Comment:
0 comments so far,add yours