পুনেতে প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ব্যাটিংয়ে নেমে পড়েন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল। বেশিক্ষণ ক্রিজে কাটাতে পারলেন না ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে ভারত প্রথম দিন ১১ ওভার খেলেছে। তার মধ্যেই হারিয়েছে রোহিতের উইকেট।


হিটম্যানের হলটা কী? পুনে টেস্টে রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিউয়ি তারকা পেসার টিম সাউদি ক্লিন বোল্ড করেন ভারত অধিনায়ককে। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বার রোহিতকে আউট করলেন সাউদি। বেঙ্গালুরু টেস্টে ভারতের প্রথম ইনিংসে সাউদি ক্লিন বোল্ড করেছিলেন রোহিতকে। পুনেতে তারই যেন পুনরাবৃত্তি করলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ৩ ইনিংসে রোহিতের আউট হওয়ার ধরন একই। প্রতি বার ক্লিন বোল্ড হয়েছেন তিনি। অজি সফরের আগে রোহিতের এই আউট হওয়ার ধরন নিঃসন্দেহে চিন্তা বাড়াল ভারতীয় শিবিরের।

পুনে টেস্টের প্রথম দিনের শেষবেলায় শুরু হয় ভারতের প্রথম ইনিংস। ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। কয়েকটা ওভার কাটিয়ে দিলেই আগামিকাল পুরো দিনটা ব্যাটিং চালিয়ে যেতে পারতেন রোহিত। কিন্তু কোথায় কী! তৃতীয় ওভারের শেষ বলে টিম সাউদি ক্লিন বোল্ড করলেন রোহিতকে। তার আগে ৯ বলের মোকাবিলা করলেও এক রানও পাননি রোহিত। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে বিরাট কোহলিও ৯ বল খেলেছিলেন। তারপর শূন্যে ফিরেছিলেন। পুনেতে সেটা হল রোহিতের সঙ্গে।

সাউদির মতো পেসারের কাছে যে ভাবে দেশের মাটিতে চাপে পড়ছেন রোহিত, তাতে অজি সফরে গিয়ে কী হবে, তা নিয়ে এখন থেকেই তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে। সেখানে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডরা রয়েছেন। তাঁদের সামনে রোহিতের ব্যাট না চললে ভারতের সমস্যা বাড়বে, এ কথা বলার অপেক্ষা রাখে না।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours