মুখ্যমন্ত্রী বলেন, "কালীপুজোয় আতসবাজি ফাটবে। নজর রাখবে ওর মধ্যে কেউ যেন দুষ্টুমি না করতে পারে। এগুলো পুলিশকে ইন্টেলিজেন্স আরও শক্তিশালী করতে হবে। এসটিএফকে কাজে লাগাতে হবে। কোনওরকম বিস্ফোরণের সুযোগ যাতে কেউ না নিতে পারে।
বিস্ফোরণের সুযোগ যাতে না পায়...', 'দুষ্টু লোকেদের' নিয়ে পুলিশকে সতর্ক করলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
আর কয়েকদিন পরই কালীপুজো। আর এইসময় বিস্ফোরণ ঘটানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য পুলিশকে সতর্ক থাকতে বললেন। সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা হতে পারে বলেও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত একাধিক জেলার জেলাশাসকের সঙ্গে শুক্রবার নবান্ন থেকে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। আর এই বৈঠকেই কালীপুজোর সময় বিস্ফোরণ ঘটানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝির কাছ থেকে পূর্ব মেদিনীপুরের দানার প্রভাব নিয়ে খোঁজ নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেইসময় কালীপুজোর প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, “কালীপুজোয় আতসবাজি ফাটবে। নজর রাখবে ওর মধ্যে কেউ যেন দুষ্টুমি না করতে পারে। এগুলো পুলিশকে ইন্টেলিজেন্স আরও শক্তিশালী করতে হবে। এসটিএফকে কাজে লাগাতে হবে। কোনওরকম বিস্ফোরণের সুযোগ যাতে কেউ না নিতে পারে। সাম্প্রদায়িক হিংসা যাতে কেউ না লাগাতে পারে। একটা পরিকল্পনা চলছে। এটাকে ভেস্তে দিতে হবে।”
Post A Comment:
0 comments so far,add yours