ভারত সফরে এসে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে এই সিরিজের দ্বিতীয় টেস্ট। ভারতের একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। আর কিউয়িদের একাদশে একখানা বদল হয়েছে।


 লক্ষ্মীবারে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড (IND vs NZ) দ্বিতীয় টেস্ট। বৃষ্টির কারণে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন নষ্ট হয়েছিল। পুনে টেস্টে তেমনটা হচ্ছে না। নির্ধারিত সময়ে টস হয়েছে। আর টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম ল্যাথাম। জানান একাদশে একটাই পরিবর্তন হচ্ছে কিউয়িদের। এই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে চায় রোহিত ব্রিগেড। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড জিতেছিল সিরিজের প্রথম টেস্ট। ৩৬ বছর পর নিউজিল্যান্ড টিম ইন্ডিয়াকে ভারতের মাটিতে কোনও টেস্ট ম্যাচে হারিয়েছিল। যার ফলে সিরিজেও ১-০ এগিয়ে রয়েছে কিউয়িরা। এ বার দেখার পুনে টেস্টে কোন দল করে বাজিমাত। তার আগে জেনে নিন কেমন হল দ্বিতীয় টেস্টের জন্য দুই দলের একাদশ।

টসের পর রোহিত শর্মা বলেন, ‘আমরাও ব্যাটিং বাছতাম। পিচ যেমন দেখছি আমরা ভালো খেলতে চাই। (প্রথম টেস্ট প্রসঙ্গে) যখন ওই ধরনের একটা টেস্ট ম্যাচ হয়, লড়াইটা জরুরি। আমরা দ্বিতীয় ইনিংসে ভালো খেলেছিলাম। এ বার দেখার এখানে কেমন ভাবে খেলা ঘোরাতে পারি। খেলার পরিস্থিতি যাই হোক না কেন, পিছিয়ে পড়লে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হয়। আমাদের কাছে এটা নতুন একটা সুযোগ। পিচ একটু শুষ্ক লাগছে। আমরা জানি প্রথম ১০-১৫ ওভার কতটা গুরুত্বপূর্ণ। সেটা কাজে লাগাতে হবে। একাদশে আজ তিন পরিবর্তন। মহম্মদ সিরাজ, কেএল রাহুল ও কুলদীপ যাদব নেই। আকাশদীপ, সুন্দর, শুভমন একাদশে ফিরেছে।’


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours