গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের কাছে কুঁড়ে ঘরে থাকা ভবঘুরেদের নিরাপদ আশ্রয় নিয়ে গেল গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সাহা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ডানা ক্রমশই শক্তি বাড়িয়ে ২৪ শে অক্টোবর শুক্রবার রাত্রে উপকূলে আছড়ে পড়তে চলেছে,তবুও গঙ্গাসাগর সমুদ্র সৈকতে কাছেই ছোট ছোট কুঁড়ে ঘরের মধ্যে আশ্রয় নিয়ে রয়েছে বেশ কিছু মানুষজন। এদের পরিচয় এরা ভবঘুরে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থী দের দান ধ্যানে চলে এদের পেট। প্রশাসনের হাজারো নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছোট্ট বাচ্চা নিয়ে রয়েছেন বিপদজনক ঘরে । কথা বলেছিলাম আমরা তারা বলেছে আমাদের যাওয়ার কোন জায়গা নেই।
 তাই এখানেই রয়েছি যা হবার এখানেই হবে। এরপর ২৪ শে অক্টোবর শুক্রবার সকালে ওই বিষয়টি জানতে পেরে গঙ্গাসাগর কোসটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সাহা নিজে উপস্থিত হয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের কাছে কুঁড়ে ঘরে থাকা ভবঘুরেদের উদ্ধার করে গঙ্গাসাগরের পার্শ্ববর্তী ফ্লাট সেন্টারে ত্রাণ শিবিরের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন
এই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে 

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল 

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours