অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তী দুজনেই যে টলিপাড়ার ভাল বন্ধু সে কথা সকলের জানা। তাঁদের দুজনের খুনসুটি মাঝে মাঝেই লেগে থাকে। তা কখনও প্রকাশ্যে আসে আবর কখনও আসে না। একসঙ্গে অনেকগুলো সিনেমাও করেছেন তাঁরা। অঙ্কুশ-মিমি জুটি দর্শকেরও খুব পছন্দের। তবে অনেক দিন হল তাঁদের বড় পর্দায় দেখেননি দর্শক।


'কামড়ে দিলে বুঝবি', প্রকাশ্যে মিমিকে অপমান অঙ্কুশের!


অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তী দুজনেই যে টলিপাড়ার ভাল বন্ধু সে কথা সকলের জানা। তাঁদের দুজনের খুনসুটি মাঝে মাঝেই লেগে থাকে। তা কখনও প্রকাশ্যে আসে আবর কখনও আসে না। একসঙ্গে অনেকগুলো সিনেমাও করেছেন তাঁরা। অঙ্কুশ-মিমি জুটি দর্শকেরও খুব পছন্দের। তবে অনেক দিন হল তাঁদের বড় পর্দায় দেখেননি দর্শক।


তা বলে কি তাঁদের খুনসুটির ঝলক মিলবে না দর্শকের? না সেটা হচ্ছে না। সোমবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন মিমি নিজের ইনস্টাগ্রামের পাতায়। সেই ভিডিয়োয় অবশ্য নেই নায়িকা নিজে। দেখা যাচ্ছে তাঁর ভাল বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। আর দেখা বাড়ির পোশাকে দেখা যাচ্ছে অঙ্কুশকে। নায়ক-নায়িকা তো এখন আবার প্রতিবেশিও। ভিডিয়োতেই যাচ্ছেতাই ভাবে নায়িকাকে অপমান করলেন অঙ্কুশ। নায়িকাও তো ছেড়ে দেওয়ার পাত্রী নন। রীতিমতো তাঁকে হুমকিও দিয়েছেন তিনি। কিন্তু হয়েছেটা কী?




যেটুকু ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে, এ দিন নায়িকার বাড়িতে ঘরোয়া আড্ডা দিতেই গিয়েছিলেন নায়ক। তিনি বাড়িতে ঢোকা মাত্র মিমির আদরের পোষ্য জাদু চেঁচাতে শুরু করে। তখনই অঙ্কুশ বলেন, “সুন্দর দেখতে লোকজনকে দেখা অভ্যাস নেই তোমার বুঝতে পারছি। আমরা কিন্তু মানুষ। তোমার বাড়িতে যে থাকে সে আসলে কাকতাড়ুয়া।” নায়কের কথা শুনে সোজা নায়ককে মারধর করতে থাকেন নায়িকা। শুধু তাই নয় মিমি হুমকি দিয়ে বলেন, “ও কামড়ে দিলে বুঝবি”। তবে বিষয়টা পুরোটাই ঘটেছে মজার ছলে। তাঁদের খুনসুটির ভিডিয়োয় ভালবাসাও দিয়েছেন অনেকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours