প্রধান বিচারপতি হিসাবে ডিওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হবে আগামী ১০ নভেম্বর। সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হলে মাত্র ছ'মাসের মেয়াদে থাকবেন তিনি। কারণ ২০২৫ সালের ১৩ মে তাঁরও অবসর নেওয়ার কথা। বস্তুত, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন।

 ১০ নভেম্বর অবসর নেবেন বিচারপতি চন্দ্রচূড়, পরবর্তী প্রধান বিচারপতি কে?
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

আর কয়েকদিন। তারপরই অবসর গ্রহণ করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তার আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম জানালেন তিনি। আনুষ্ঠানিকভাবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব করেছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। নিয়ম অনুযায়ী, অবসরের আগে প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরিকে মনোনীত করেন। সেই সুপারিশে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। সেই মতোই দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করেছেন।


প্রধান বিচারপতি হিসাবে ডিওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হবে আগামী ১০ নভেম্বর। সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হলে মাত্র ছ’মাসের মেয়াদে থাকবেন তিনি। কারণ ২০২৫ সালের ১৩ মে তাঁরও অবসর নেওয়ার কথা। বস্তুত, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন।

বিচারপতি সঞ্জীব খান্না ১৯৮৩ সালে দিল্লির বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। এরপর তিস হাজারী কমপ্লেক্সের জেলা আদালতে অনুশীলন করেন। বিগত চার দশকেরও বেশি সময় ধরে আইনি পেশার সঙ্গে যুক্ত তিনি। এর আগে ২০১৯ সালের ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়। এই পাঁচ বছরে শীর্ষ আদালতে গুরুত্বপূর্ণ কিছু রায় দিয়েছে তাঁর বেঞ্চ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours