চলতি বছরের শুরুতেই, ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করে দেয়। কেন্দ্রের এই স্কিম-কে অসাংবিধানিক এবং জনগণের তথ্য জানার অধিকার বিরোধী বলেই আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট।

নির্বাচনী বন্ড দিয়ে তোলাবাজি! অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধেই 
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নামেই এফআইআরের নির্দেশ! ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তোলার অভিযোগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরু কোর্ট। পুলিশ ইতিমধ্যে এফআইআর দায়েরও করেছে।

জানা গিয়েছে, কর্নাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠনের সদস্য আদর্শ আইয়ার নামক এক ব্যক্তিই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলাকারীর দাবি ছিল, নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিল মামলাকারী।

বেঙ্গালুরু আদালতের তরফে দুর্নীতি প্রতিরোধ আইনে ১৭(এ) ধারায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours