শ্রীলঙ্কা সফরের পরই গম্ভীরের চাহিদা মেনে নেয় ভারতীয় বোর্ড। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজের আগে গম্ভীরের কোচিং টিমে যোগ দেন মর্নি মর্কেল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্য়বধানে জিতেছে ভারত। পেস বোলিং আক্রমণ দুরন্ত পারফর্ম করেছে। এরপরই হাত কামড়াচ্ছে পাকিস্তান!

দাঁতের মর্ম বোঝেনি! মর্কেলকে নিয়ে হাত কামড়াচ্ছে পাকিস্তান


বাংলায় অতি প্রচলিত প্রবাদ, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা! পাকিস্তান ক্রিকেটে এখন এমনই পরিস্থিতি। গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পরই বোলিং কোচ হিসেবে চেয়েছিলেন মর্নি মর্কেলকে। তার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টসে একসঙ্গে কাজ করেছেন গম্ভীর-মর্কেল। তাঁর গুরুত্ব খুব ভালো ভাবেই জানেন গুরু গম্ভীর। শ্রীলঙ্কা সফরের পরই গম্ভীরের চাহিদা মেনে নেয় ভারতীয় বোর্ড। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজের আগে গম্ভীরের কোচিং টিমে যোগ দেন মর্নি মর্কেল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্য়বধানে জিতেছে ভারত। পেস বোলিং আক্রমণ দুরন্ত পারফর্ম করেছে। এরপরই হাত কামড়াচ্ছে পাকিস্তান!

পাকিস্তান ক্রিকেট দলেও বোলিং কোচের দায়িত্ব সামলেছেন মর্নি মর্কেল। যদিও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি মনে করেন, তাঁর দেশের তথাকথিত তারকা বোলাররা গুরুত্বই দেননি মর্কেলকে। যা নিয়ে শাহিন আফ্রিদি সহ পাকিস্তানি পেসারদের ধুয়ে দিলেন তাঁদেরই প্রাক্তন ক্রিকেটার। মর্কেলকে দায়িত্বে রাখলে এবং তাঁর থেকে শেখার চেষ্টা করলে পাকিস্তান ক্রিকেটের হাল এমন বেহাল হত না বলেই মনে করেন প্রাক্তন ক্রিকেটার। ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে পাকিস্তান। আর সেই মর্কেলের বোলিং কোচ হিসেবে ভারতীয় দলে ডেবিউ হয়েছে অনবদ্য পারফরম্যান্সে। এরপরই শাহিন আফ্রিদিদের উপর ক্ষুব্ধ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

বসিত আলির দাবি শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফের মতো পেসাররা নিজেদের অনেক বেশি বড় মনে করেন। এমনকি মর্কেলের চেয়েও নিজেদের সেরা ভাবেন। বসিত আলি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘পাকিস্তানি বোলাররা নিজেদের মর্কেলের চেয়েও বিশাল মনে করেছেন। ওরা ভেবেছে, মর্কেল ওদের সামনে তুচ্ছ।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours