পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বিধাননগর দক্ষিণ থানায় খবর যায়, সল্টলেক এফএফ ব্লকে সেচ আবাসনের বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়েছিল রয়েছে এক যুবক। এরপরই পুলিশ গিয়ে উদ্ধার করে।
আবাসনের নীচে পড়ে রক্তাক্ত দেহ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুতে কী রহস্য
এই আবাসনেই মিলেছে দেহ
সরকারি আবাসনের নীচে উদ্ধার হল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্তাক্ত মৃতদেহ। সল্টলেকের এফএফ ব্লকে সেচ আবাসনের ঘটনা। প্রাথমিক অনুমান, ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বছর ২০-র ওই ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আত্মহত্যা নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তদন্ত বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বিধাননগর দক্ষিণ থানায় খবর যায়, সল্টলেক এফএফ ব্লকে সেচ আবাসনের বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়েছিল রয়েছে এক যুবক। এরপরই পুলিশ গিয়ে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম গৌরব দত্ত(২০)।
Post A Comment:
0 comments so far,add yours