আর জি কর কান্ডে তিলোত্তমার খুনের দোষীদের শাস্তির দাবিতে নামখানায় এলেন মীনাক্ষী মুখার্জি


আর জি কর কান্ডে তিলোত্তমার খুনের দোষীদের শাস্তির দাবিতে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবিতে আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের দারিক নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ডেপুটেশন জমা দিলেন DYFI । 
এ দিন নামখানার দ্বারিকনগর হসপিটাল মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। তারপর হসপিটাল মোড় থেকে দারিক নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত মিছিল করে  BMOH অফিসে ডেপুটিশন জমা দেন DYFI কর্মীরা।



এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন DYFI এর রাজ্যসম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন নামখানা এরিয়া কমিটির সম্পাদক সজল কুমার ঘড়ুই, সন্ধ্যা ওঝা, প্রবীর কুমার পাল এছাড়াও বামপন্থী দলের বহু নেতা নেতৃবৃন্দ। 

স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours