১৮ অগস্ট টেকনিশান স্টুডিয়োতে জমায়েত করে আরজি কর হাসপাতাল পর্যন্ত যাওয়ার কথা ঘোষণা করেছেন টলিপাড়ার তারকারা। সকলের দাবি তিলোত্তমার অস্বাভাবিক মৃত্যুর ন্যায় বিচার চাই। 


রবিবার বিকালে টালিগঞ্জের স্টুডিয়োয় একত্রিত হওয়ার কথা তাঁদের। কিন্তু কলকাতা পুলিশের তরফে ১৬৩ ধারা জারি করা হয়েছে। ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত আরজি কর সংলগ্ন এলাকায় পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না।
আরজি কর সংলগ্ন এলাকায় জারি ১৬৩ ধারা, রবিবার সৃজিত-শিবপ্রসাদদের জমায়েতের ভবিষ্যত্‍ কী?
কী ভবিষ্যত্‍ টলিপাড়ার জমায়েতের?



১৮ অগস্ট টেকনিশান স্টুডিয়োতে জমায়েত করে আরজি কর হাসপাতাল পর্যন্ত যাওয়ার কথা ঘোষণা করেছেন টলিপাড়ার তারকারা। সকলের দাবি তিলোত্তমার অস্বাভাবিক মৃত্যুর ন্যায় বিচার চাই। রবিবার বিকালে টালিগঞ্জের স্টুডিয়োয় একত্রিত হওয়ার কথা তাঁদের। এই একই ঘটনায় পথে নেমেছেন পাশাপাশি স্কুল পড়ুয়া থেকে শুরু করে আইনজীবী, নাট্য ব্যক্তিত্ব এমনকী যৌনকর্মীরাও। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোতো রয়েছেই।

এই ঘটনাতেই একটি বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। ১৮ থেকে ২৪ পর্যন্ত তারিখ পর্যন্ত আরজি কর সংলগ্ন কোনও জায়গায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। তাহলে রবিবার শিল্পীদের এই জমায়েতের ভবিষ্যত্‍ কী? সূত্র বলছে, বৃষ্টির জন্য খুব বেশি জন ভিড় করবেন বলে মনে হয় না। তবে কেউ কেউ নিশ্চয়ই যাবেন। শ্যামবাজার পর্যন্ত যাওয়া সম্ভব হলে ততটুকুই যাবে। যত দূর যাওয়া সম্ভব তাঁরা তত দূর যাবেন।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours