বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বন্ধু।
দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালি সমুদ্র সৈকতে তলিয়ে গেল দুই যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে কলকাতার তপসিয়া থেকে ৫ বন্ধু বকখালিতে ঘুরতে এসেছিলেন। এদিন দুপুরের সময় ৫ জন স্নান করতে নেমে ছিলেন বকখালীর সমুদ্রে। সেই সময় জোয়ার ছিল। স্নান করার সময় হঠাৎই ২ জন তলিয়ে যায়। নিখোঁজ ২ যুবকের নাম মিজান মহসিন ও অমন আলি দুজনের বয়সই ১৯। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুই যুবকের খোঁজে এফ.আই.বি বোর্ড নিয়ে তল্লাশি শুরু করে বকখালি সমুদ্র সৈকতে।
দীর্ঘক্ষণ তল্লাশির পরে বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ২ যুবকের দেহ উদ্ধার করলো প্রশাসন। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ, সিভিল ডিফেন্সের ও ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনী তল্লাশি করে সন্ধ্যা নাগাদ দুই যুবকের দেহ উদ্ধার করে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours