সমুদ্র উত্তাল, ফিরে আসছে মৎসজীবী ট্রলারগুলি, আগামী ২০ আগষ্ট পর্যন্ত সমুদ্রে নিষেধাজ্ঞা

আবারও উত্তাল সমুদ্র, এই পরিস্থিতিতে সমস্ত মৎস্যজীবী ট্রলার ফিরে শুরু করেছে উপকূলের দিকে। এই মুহূর্তে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ ও পাথর প্রতিমার কয়েক হাজার ট্রলার ফিরে আসতে শুরু করেছে বিভিন্ন বন্দর গুলিতে। একেই মরশুমের প্রথম থেকেই পর্যাপ্ত ইলিশের দেখা নেই। 
কয়েকদিন আগে কিছু পরিমাণ মাছের দেখা মিললেও, আবারও আবহাওয়া খারাপ, এবার মাছ না ধরেই সমুদ্র থেকে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। স্বাভাবিক ভাবেই বড়সড় ক্ষতির মুখে সুন্দরবনের মৎস্যজীবীরা।


মৎস্যজীবী সংগঠন তরফ থেকে জানানো হয়েছে, আবহাওয়া খারাপ থাকায় এই মুহূর্তে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২০ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন দপ্তরের তরফ থেকে।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours