সারা দেশ জুড়ে চলছে সম্প্রীতির বন্ধন রাখি উৎসব। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ফেজারগঞ্জে শিবপুর উদীয়মান ক্যাটাটারের পক্ষ থেকে সম্প্রীতির মিলন উৎসব রাখি বন্ধন অনুষ্ঠান করা হয়। 


এদিন জাতীয় পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর পথ চলতি মানুষদের হাতে সম্প্রীতির বার্তা দিতে রাখি বাধা হয়। এর পাশাপাশি রাখা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশীনাথ জানা উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েতের সদস্য সীমন্ত মন্ডল, উপস্থিত ছিলেন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য মৌমিতা ভূঁইয়া মন্ডল, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিগণেরা এই বিষয়ে উদীয়মান ক্যাটাটারের সদস্য দেবাশীষ মাল বলেন আমরা সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং মঙ্গল প্রদীপ   
প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করি। তারপর একে একে পথ চলতি মানুষদের হাতে আমরা সম্প্রীতির বন্ধন রাখি বাঁধি। এরপর আমাদের রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।  আমরা বিগত দিনে এইভাবে অনুষ্ঠান করেছি আজ তার অন্যথা হলো না এবং আগামী দিনেও এভাবে অনুষ্ঠান চালিয়ে যাবো।

সেই ছবি আপনারা দেখছেন কাকদ্বীপ ডট কম এর মাধ্যমে



ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours