ঘরের দেওয়াল ভেঙে মৃত ১, জখম আরও চার at August 05, 2024 Daily News, WB News, ঘরের দেওয়াল ভেঙে মৃত ১, জখম আরও চারমাটির ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল একজনের। জখম হয়েছে দুই শিশু সহ আরও চার জন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের বকুলতলা থানার বেলেদুর্গানগর পঞ্চায়েতের পূর্ব রঘুনাথপুর গ্রামে।