এক্সপ্রেস ট্রেনে রয়েছে বোম, গুজব তথ্য দিয়ে রেল দপ্তরে ফোন ,গ্রেপ্তার নামখানার এক যুবক
জম্মু - আমেদাবাদ এক্সপ্রেস ট্রেনে বোম রয়েছে, এই তথ্য জানিয়ে রেল দপ্তরের হেল্পলাইন নম্বরে ৩০ জুলাই ফোন করেছিল নামখানার এক যুবক জয়ন্ত প্রধান। এরপরই রেল দপ্তরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, সেই সময় এই এক্সপ্রেসটি পাকিস্তানের বর্ডার ফিরোজপুর স্টেশনে ছিল। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে সব যাত্রীদের নামিয়ে পুরো ট্রেন জুড়ে তল্লাশি চালানো হয়। কিন্তু কোনও বোম পাওয়া যায়নি।
এই ঘটনার জন্য ওই লাইনে সব ট্রেন প্রায় পাঁচ ঘন্টা দাঁড়িয়ে যায়। বেশ কয়েকটি ট্রেন বাতিল করতেও হয়। এরপরই রেল দপ্তর তদন্ত শুরু করে। তদন্ত নেমে রেল পুলিশ জানতে পারে নামখানা থেকে এই ফোন করা হয়েছিল। পরে রেল দপ্তর নামখানা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সোমবার রাতে পাঞ্জাব থেকে রেল পুলিশ নামখানায় আসে। এদিন রাতেই জয়ন্তকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা আদালতে ধৃতকে তোলা হয়। বিচারক ধৃতকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার জন্য রেল পুলিশকে অনুমতি দেন।
ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দারের
Post A Comment:
0 comments so far,add yours