রেলের কামরায় দাউদাউ আগুন, দুর্ঘটনার কবলে কোরবা এক্সপ্রেস
আবারও ট্রেন দুর্ঘটনা, তবে এবার লাইনচ্যুত বা ধাক্কা নয় এবার কোরবা এক্সপ্রেসের ৩টি এসি কামরায় আগুন। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর বিশাখাপত্তনমের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। M1, B7, B6 বগিতে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই চত্বরে।