যুবভারতীর সামনে জমায়েত করেন মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডান সমর্থকরা। তবে প্রথম থেকেই পুলিশ এই জমায়েত মোকাবিলায় সর্বতোভাবে প্রস্তুত। আর এই ঘটনায় রাজ্যকে একযোগে নিশানা করেছে বাম, বিজেপি।
'পশ্চিমবঙ্গে যা হচ্ছে অঘোষিত জরুরি অবস্থা', বললেন শমীক; সুজনেরও নিশানায় শাসকশিবির
যুবভারতীর সামনে জমায়েত।
আগেই ঘোষণা হয়েছিল রবিবারের ডার্বি ম্যাচ বাতিল। হবে না ইস্টবেঙ্গল-মোহনবাগানের ম্য়াচ। তবে ম্যাচ বাতিল হলেও আরজি করের পড়ুয়ার জন্য বিচার চেয়ে ফুটবল সমর্থকরা পথে নামেন রবিবার। যুবভারতীর সামনে জমায়েত করেন মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডান সমর্থকরা। তবে প্রথম থেকেই পুলিশ এই জমায়েত মোকাবিলায় সর্বতোভাবে প্রস্তুত। আর এই ঘটনায় রাজ্যকে একযোগে নিশানা করেছে বাম, বিজেপি।
আরও খবর পড়তে ডাউনলোড করুন অ্যাপ (Android/ iOs)
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, যিনি বলেন, “ভাঙা পায়ে খেলা হবে। তিনি খেলার নাম শুনে পালাচ্ছেন কেন? খেলার নাম শুনে উনি পালাতে পারেন, সবাই পালাবে না তো।” সুজনের দাবি, খেলা না হলেও মানুষ আসছে দেখে প্রশাসন ভয় পাচ্ছে। সিপিএম নেতার দাবি, এতে পুলিশের উপর গিয়ে মানুষের যাবতীয় ক্ষোভ পড়ছে।
Post A Comment:
0 comments so far,add yours