ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ দিল্লিতে পৌঁছবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দিনভর তাঁদের জন্য ফুল প্যাকড শিডিউল। দেশে ফিরে ভারতীয় টিমের ক্রিকেটাররা কী করবেন, কোথায় যাবেন? জেনে নিন দিনভরের বিস্তারিত সূচি।

চ্যাম্পিয়নদের জন্য দেশে মহা আয়োজন, জানুন রোহিতদের দিনভরের বিস্তারিত সূচি
 চ্যাম্পিয়নদের জন্য দেশে মহা আয়োজন, জানুন রোহিতদের দিনভরের বিস্তারিত সূচি


 চ্যাম্পিয়ন তোমাদের সু-স্বাগতম। ইন্ডিয়া, ইন্ডিয়া… ভারত মাতা কী জয়… আবারও এক বার এই সমস্ত স্লোগান দেওয়ার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। বার্বাডোজ থেকে অবশেষে ভারতে ফিরছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ী টিম ইন্ডিয়া (Team India)। আসলে বার্বাডোজে বেরিলের প্রকোপের কারণে ভারতীয় টিমের দেশে ফিরতে দেরি হচ্ছে। ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ দিল্লিতে পৌঁছবেন রোহিত-বিরাটরা। দিনভর তাঁদের জন্য ফুল প্যাকড শিডিউল। দেশে ফিরে ভারতীয় টিমের ক্রিকেটাররা কী করবেন, কোথায় যাবেন? জেনে নিন দিনভরের বিস্তারিত সূচি।


দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ দিয়ে দিন (৪ জুলাই) শুরু করবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আর হুডখোলা বাসে ঘুরে দিন শেষ করবেন বিরাটরা। এক ঝলকে দেখে নিন ভারতীয় ক্রিকেটার আগামিকাল দিনভর কী কী করবেন।

সকাল ৬ – দিল্লি এয়ারপোর্টে পৌঁছবে ভারতীয় টিম।
সকাল ৬.৪৫ – দিল্লির ITC Maurya-তে যাবে ভারতীয় টিম।

সকাল ৯ – দিল্লির ITC Maurya থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে যাবেন রোহিত-বিরাটরা।
সকাল ১০ – দুপুর ১২ – প্রধানমন্ত্রীর অফিসে অনুষ্ঠান।
দুপুর ১২ – ভারতীয় টিম দিল্লির ITC Maurya-র জন্য রওনা দেবে।
দুপুর ১২.৩০ – ভারতীয় টিম দিল্লির ITC Maurya থেকে এয়ারপোর্ট রওনা দেবে।
দুপুর ২ – মুম্বই রওনা দেবে ভারতীয় টিম।
বিকেল ৪ – মুম্বই এয়ারপোর্টে পৌঁছবে ভারতীয় টিম।
বিকেল ৫ – মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছবে ভারতীয় টিম।
বিকেল ৫-৭ – হুডখোলা বাসে প্যারেড হবে।
সন্ধে ৭-৭.৩০ – ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছোট্ট অনুষ্ঠান হবে।
সন্ধে ৭.৩০ – ভারতীয় ক্রিকেট টিম হোটেল তাজ-এ রওনা দেবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours