এবারের লোকসভা নির্বাচনে অন্ধ্র প্রদেশের প্রধান দুই দল- ওয়াইএসআর কংগ্রেস এবং টিডিপি রাজি ছিল বিজেপির সঙ্গে জোট বাঁধতে। শেষ পর্যন্ত টিডিপির হাত ধরে বিজেপি। ফল স্বরূপ বিধানসভা নির্বাচনে গো-হারান হারে জগন্মোহন রেড্ডির দল।

জোটসঙ্গী হিসাবে বাছেননি মোদী, তাও বিজেপিকেই সমর্থন! কপাল পুড়ল INDIA-র
জগন্মোহন রেড্ডি।

কপাল পুড়ল ইন্ডিয়া জোটের, লাভবান সেই এনডিএ-ই। জোটসঙ্গী হিসাবে তাদের বাছেনি বিজেপি, রাজ্যে গো-হারান হারতে হয়েছে। তাও লোকসভায় স্পিকার নির্বাচনে এনডিএ-র মনোনীত প্রার্থীকেই সমর্থন করবে ওয়াইএসআর কংগ্রেস। মঙ্গলবার এমনটাই জানাল অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির দল।


এবারের লোকসভা নির্বাচনে অন্ধ্র প্রদেশের প্রধান দুই দল- ওয়াইএসআর কংগ্রেস এবং টিডিপি রাজি ছিল বিজেপির সঙ্গে জোট বাঁধতে। শেষ পর্যন্ত টিডিপির হাত ধরে বিজেপি। ফল স্বরূপ বিধানসভা নির্বাচনে গো-হারান হারে জগন্মোহন রেড্ডির দল। শাসক দল হিসাবে উঠে আসে চন্দ্রবাবু নাইডুর দল। কেন্দ্রেও এনডিএ জোটে ‘কিং মেকার’ হয়ে উঠেছে টিডিপি। ১৬টি লোকসভা আসন তাদের দখলে। সেখানেই ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে মাত্র ৪টি আসন।

লোকসভায় স্পিকার নির্বাচন আজ। যেহেতু টিডিপি এনডিএ শিবিরে, তাই ওয়াইএসআর কংগ্রেস বিরোধীদের মনোনীত প্রার্থী কে সুরেশকে সমর্থন করবে, এমনটাই আশা করেছিল ইন্ডিয়া জোট। কিন্তু সূত্রের খবর, মঙ্গলবারই স্পিকার নির্বাচনে এনডিএ-র প্রার্থী ওম বিড়লাকে সমর্থন করার কথা জানিয়েছে জগন্মোহন রেড্ডির দল।


এমনিতেই সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, ওয়াইএসএর কংগ্রেসের সমর্থনে এবার ওম বিড়লার সপক্ষে ২৯৭ জন সাংসদকে পাবে বিজেপি তথা এনডিএ। সেখানেই বিরোধীদের স্পিকার প্রার্থী কে সুরেশের পক্ষে ২৩২ জন সাংসদের সমর্থন রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে যে ওম বিড়লার দিকেই পাল্লা ভারী, তা ভোটাভুটির আগেই স্পষ্ট।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours