পাকিস্তানকে টি-২০ বিশ্বকাপে ভারতের হারানোর ২৪ ঘণ্টা এখনও হয়নি, নেটদুনিয়ায় এর মাঝে ছড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহর এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, মেন ইন ব্লু জিততেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন জয় শাহ।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় আনাগোনা করেন? আজ, সোমবার যখনই সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন নজরে পড়বে একটা না একটা ভারত-পাকিস্তান ম্যাচ সংক্রান্ত পোস্ট। কখনও দেশের কোনও ক্রিকেটার ভারতীয় টিমকে শুভেচ্ছা জানাচ্ছেন। তো কখনও কোনও ক্রিকেট প্রেমী পাক টিমকে তুলোধনা করছেন। নেটদুনিয়ায় এর মাঝে ছড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহর এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, মেন ইন ব্লু জিততেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন জয় শাহ।
নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। টিম ইন্ডিয়া পাকিস্তানকে ৬ রানে হারানোর পর বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে হাসি মুখে সেলিব্রেট করতে দেখা যায়। সেই সময় তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট রজার বিনি, বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।
জয় শাহর সেলিব্রেশনের ভিডিয়োর কমেন্টে অনেকেই লিখেছেন, ‘স্ক্রিপ্ট রাইটার।’ এখানেই শেষ নয়, অপর এক নেটিজ়েন লেখেন, ‘জয় শাহ আসার পর স্ক্রিপ্ট বদলে গিয়েছে। ধন্যবাদ বিসিসিআই। এটা কেমন ধনী বোর্ড, যদি স্ক্রিপ্টই না বদলে দিতে পারে!’
এ বারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কথা উঠলেই জসপ্রীত বুমরার পারফরম্যান্সের প্রসঙ্গ আসেই। বুমরা ব্রিলিয়ান্ট পারফর্ম না করলে এ বার পাকিস্তানকে হয়তো হারাতে পারত না রোহিত শর্মার ভারত। কারণ, প্রথমেই টস হেরে ব্যাটিং করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ১১৯ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। বিশ্বকাপের ইতিহাসে প্রথম বার ভারতকে অলআউট করেছে পাকিস্তান। ১২০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেটে ১১৩ রান তুলে থেমে যায় পাকিস্তান। যার ফলে ২ পয়েন্ট ও চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়েন বিরাট-বুমরারা।
Post A Comment:
0 comments so far,add yours