২০২৪ এর লোকসভা ভোটে সাগর ব্লকে তৈরি হলো তিনটি মডেল ভোটগ্রহণ কেন্দ্র

১লা জুন শনিবার পশ্চিমবঙ্গে মথুরাপুর লোকসভা কেন্দ্রে সপ্তম দফায়-২০২৪-এর লোকসভা নির্বাচন, তাই লোকসভা নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাগর ব্লকের অন্তর্গত মোট তিনটি স্কুলে মডেল ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে
যেমন সাগর ব্লকের চৌরঙ্গীতে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুলের ১১৭ নম্বর ভোট গ্রহণ কেন্দ্রটি বানানো হয়েছে মডেল পিঙ্ক বুথ,সাগর ব্লকের রাধাকৃষ্ণপুরে রাধাকৃষ্ণপুর হাইস্কুলের ১২২ নম্বর ভোট গ্রহণ কেন্দ্রটি বানানো হয়েছে মডেল ইকো ফ্রেন্ডলি গ্রীন বুথ,সাগর ব্লকের হরিণবাড়িতে হরিণবাড়ি যুধিষ্ঠির শিক্ষায়তন হাইস্কুলের ৭৯ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রটি বানানো হয়েছে ইকো ফ্রেন্ডলি বুথ, সাগর ব্লকের এই তিনটি বুথের ভোটগ্রহণ কেন্দ্রগুলি ইকো ফ্রেন্ডলি দ্রব্য দিয়ে সাজিয়ে তোলার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন,এছাড়াও মহিলাদের সক্ষমতার উপর বিশেষ আলোকপাত করা হয়েছে,এই তিনটি বুথের ভোটগ্রহণ কেন্দ্রে যারা ভোট দিতে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা,রয়েছে শিশুদের জন্য বিশেষ খেলার জায়গা, শিশুদের মাতৃ দুগ্ধ প্রদানের জন্য বিশেষ কক্ষ, রয়েছে মায়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা,এছাড়াও মাটির পাত্রে ঠান্ডা পানীয় জল ইত্যাদির বিশেষ ব্যবস্থা,সাগর ব্লকের এই তিনটি মডেল ফটোগ্রহণ কেন্দ্র গুলি পরিদর্শন করলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায়,সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পাবলিক অ্যাপ এর কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে, 
সাগরের রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের ওই মডেল পিঙ্ক বুতের দায়িত্বে থাকা আধিকারিক শুভ্র কান্তি জানা ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours