হাসপাতালের তরফে তাঁর অসুস্থতা সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানানো না হলেও, বর্তমানে প্রবীণ বিজেপি নেতা গেরিয়াট্রিক বিভাগে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

গুরুতর অসুস্থ লালকৃষ্ণ আদবাণী, রাতেই ভর্তি করানো হল AIIMS-এ
লালকৃষ্ণ আদবাণী। ফাইল ছবি।

গুরুতর অসুস্থ প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী। বুধবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর।


বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন লালকৃষ্ণ আদবাণী। সূত্রের খবর, বুধবার রাতে হঠাৎ তিনি অসুস্থবোধ করায় তড়িঘড়ি দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি করানো হয় তাঁকে।

হাসপাতালের তরফে তাঁর অসুস্থতা সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানানো না হলেও, বর্তমানে প্রবীণ বিজেপি নেতা গেরিয়াট্রিক বিভাগে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।


প্রসঙ্গত, তিন মাস আগেই ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয় লালকৃষ্ণ আদবাণীকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বাসভবনে গিয়ে এই সম্মান তুলে দেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ প্রমুখরা।

একাধিক দফায় বিজেপির সভাপতি ছিলেন লালকৃষ্ণ আদবাণীর। ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল, ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল, ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিজেপি সভাপতি ছিলেন তিনি। পাশাপাশি তিনি ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন এলকে আদবাণী। রাম জন্মভূমি আন্দোলনেরও অন্যতম মুখ ছিলেন আদবাণী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours