ইসকন গঙ্গাসাগর শাখায় অনুষ্ঠিত হলো পূর্ব ভারতীয় ব্রহ্মচারী সৎসঙ্গ কর্মশালা
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অন্তর্গত গঙ্গাসাগরে, EIDC অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া ডিভোটি কাউন্সিল এর উদ্যোগে ব্রহ্মচারী সৎসঙ্গ কর্মশালা, আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন ইসকনের গঙ্গাসাগর শাখায় অনুষ্ঠিত হলো। পূর্ব ভারতের বিভিন্ন ইসকনের শাখা তথা সারা ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০০ জন ব্রহ্মচারী প্রভূজি এই ব্রহ্মচারী সৎসঙ্গ কর্মশালায় যোগ দান করেন। তিন দিন ধরে চলা এই কর্মশালায় বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছিল। যেমন নাম, গান, সংকীর্তন ইত্যাদি।
পরিশেষে নগর সংকীর্তন করাও হয়। গঙ্গাসাগর ইসকন শাখার সবাই, এলাকার বিভিন্ন বৈষ্ণব ধর্মপ্রাণ মানুষ এই নগর সংকীর্তনে যোগদান করেন।
সেই সম্পর্কে এই অনুষ্ঠানের মুখ্য আধিকারিক আমাদের কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours