উত্তর কলকাতার লাহা বাড়িতে 'ম্যাডাম সেনগুপ্ত' ছবির শুটিং করছিলেন। প্যাকআপের পর মেকআপ ভ্যান থেকে নেমেই প্রাণ হাতে বেরিয়ে আসার মতো অবস্থা। হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছিল রাস্তায়। অভিনেত্রী সন্তর্পনে পা ফেলছেন সেই নোংরা জলে। সহকারীরা তাঁকে হাত ধরে নিয়ে যাচ্ছিলেন। হাঁটুর উপর জামা উঠে যাওয়ার অবস্থা। কোনও মতে সামাল দিলেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণা চরম অস্বস্তিতে, মাঝরাস্তায় হাঁটু পর্যন্ত কাপড় তুলে রক্ষা কোনওরকমে
ঋতুপর্ণা...


সোমবার (০৬ মে, ২০২৪) তীব্র দাবদাহের মধ্যে দু’দণ্ড শান্তি দিয়েছিল কয়েক পশলা বৃষ্টি। গোটা শহর জুড়ে সোমবার যা হল, তা যেন তপ্ত গরমে ঠান্ডা ঠান্ডা কুল কুল প্রিকলি হিট পাউডারের এফেক্ট। শান্তি পেল শহর কলকাতা। ঝমঝমিয়ে বৃষ্টি নামে সন্ধ্যাবেলায়। সব কাজ ভুলে মানুষ ভিজেছে ভীষণ। কিন্তু সেই বৃষ্টি নাকানি-চোবানি খাইয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তিনি ব্যস্ত মানুষ। শুটিংয়ে ব্যস্ত ছিলেন।


ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। শুটিংয়ের ব্যস্ততা তাঁকে সবসময় ঘিরে ধরে। গরমেও খুবই কষ্ট পাচ্ছিলেন টলিউড-কুইন। সোমবার ভোরেই সিঙ্গাপুর থেকে ফিরেছেন কলকাতায়। রাত পর্যন্ত শুটিং করেছেন। শুটিংয়ের প্যাকআপের পর ঝমঝমিয়ে বৃষ্টি। নোংরা জলে পা চোবানোর পরেও তাঁর মনে ভেসে উঠল ‘বর্সো রে মেঘা’। ভিডিয়ো পোস্ট করে ‘রাবণ’ ছবির এই গান ব্যাকগ্রাউন্ডে বাজাতে বলেননি অভিনেত্রী।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours