বিশ্বকাপ টিমে সুযোগ পেয়ে শিবম দুবের রাতের ঘুম উড়েছে, মনে পড়ছে রোহিত একসময় বলেছিলেন....
 বিশ্বকাপ টিমে সুযোগ পেয়ে শিবম দুবের রাতের ঘুম উড়েছে, মনে পড়ছে রোহিত একসময় বলেছিলেন....


কলকাতা: আইপিএলের মাঝে থেকে থেকেই আলোচনা চলছিল ভারতের বিশ্বকাপ টিম কেমন হতে পারে তা নিয়ে। আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ৩০ এপ্রিল ভারতের স্কোয়াড ঘোষণা হয়েছে। তাতে সুযোগ পেয়েছেন সিএসকের অলরাউন্ডার শিবম দুবে। এ বারের আইপিএলে ৯ ম্যাচে ৩৫০ রান করেছেন শিবম দুবে (Shivam Dube)। ইয়েলোব্রিগেডের প্রয়োজনে জ্বলে উঠছে শিবমের ব্যাট। বিশ্বকাপের টিমে যে ঠাঁই মিলবে, এই বিষয়ে কী ভেবেছিলেন শিবম? সম্প্রতি বোর্ডের এক সাক্ষাৎকারে শিবম জানিয়েছেন, বিশ্বকাপের টিমে সুযোগ পাওয়ার কথা ভেবে তাঁর ঘুম আসছে না। আর কী বললেন তারকা অলরাউন্ডার?


নিজের সেরা পারফরম্যান্স বরাবর তুলে ধরার চেষ্টা করেছেন শিবম। বিশ্বকাপ টিমে সুযোগ পাওয়ার পর বিসিসিআইয়ের এক সাক্ষাৎকারে শিবম বললেন, ‘বিশ্বকাপ টিমে সুযোগ পেয়েছি ভেবে আমার এখনও রাতে ঘুম আসছে না। আমি যখন আফগানিস্তান সিরিজে গিয়েছিলাম, তখন রোহিত ভাই আমাকে বলেছিল যে, আমাকে বোলিং ও ব্যাটিং দু’টোই করতে হবে। তিনি বলেছিলেন, আমি কী করতে পারি সেটা দেখাতে হবে। আমি সেই সময় বুঝেছিলাম ক্যাপ্টেন যখন এমন কথা বলছে, আমাকে পারফর্ম করে দেখাতেই হবে। খেলায় ফোকাস করছিলাম। আমি যখন খেলছিলাম তখন দলকে জেতানোর চেষ্টা করছিলাম। জানতাম ভালো পারফর্ম করলে দল জিতবে। আমার হাতে যেটা রয়েছে সেটা আমি করছি। বাকিটা ঈশ্বর দেখবেন।’


অনেকেই ভারতীয় বিশ্বজয়ী অলরাউন্ডার যুবরাজ সিংয়ের সঙ্গে শিবমের তুলনা করেন। বিষয়টা কেমন ভাবে নেন তিনি? এই প্রশ্নের উত্তরে শিবম দুবে বলেন, ‘আমি নিজে কখনও যুবি পাজির সঙ্গে নিজের তুলনা করিনি। আমি মনে করি যুবি ভাইয়ের সঙ্গে আমার তুলনা করা বোকামি হবে। অনেকেই আমাকে বলে ওনার মতো ব্যাটিং স্টাইল আমার। সেটা শুনে আমার ভালো লাগে। ওনার মতো ব্যাটিং স্টাইল সেটা ঠিক আছে, কিন্তু আমি ভাবি ওনার মতো কিছু করতে পারলে আমার ভালো হবে। ভারতীয় টিমে যখন এসেছিলাম রবি ভাই আমাকে বলেছিলেন যুবি পাজির মতো ছক্কা মারি আমি। ওনার অনেক খেলা আমি দেখেছি। যেখানে লক্ষ্য করেছি প্রথম ৭-৮ বলে তিনি না মারতে পারলেও, পরের দিকে ঠিক কভার করে নেন। এই সব দেখে আমি নিজেকে তৈরি করেছি সেই ভাবে। নিজেকে বোঝাই, সবাই যখন বলছে, তা হলে আমি তা হলে ঠিক করতে পারব। সঠিক সময়ে সঠিক জিনিস প্রয়োগ করা গুরুত্বপূর্ণ।’


নিজের সাফল্যের জন্য শিবম সিএসককে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘যখন আমি সিএসকে এসেছিলাম, মাহি ভাই ও ফ্লেমিং আমাকে বলেছিল, প্রথম বল থেকেই মারতে হবে তা নয়। প্রথম বল থেকে মারা কঠিন। আমার মাথায় এটাই ছিল যে ওদের যদি আমার উপর বিশ্বাস আছে, তা হলে আমি ১০ বলের ঝুঁকি কেন নেব। আমি এখন ভালো পারফর্ম করছি। কেমন করে খেলতে হবে, ঠিক কোন শট খেললে ভালো হবে, সেটা বুঝতে অনেক সময় লেগেছে। যখনই বল ব্যাটে লাগে একটা আলাদা অনুভূতি হয়। বুঝতে পারি ছয় হবে। আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই চেন্নাই সুপার কিংসকে। ওরা আমাকে ওদের মতো করে তৈরি করেছে। সেটা আমাকে তৈরি হতে সাহায্য করেছে।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours